জয়পুরহাট-২ আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে নৌকার জয়
প্রকাশিত: ৮-১-২০২৪ সকাল ৯:২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে (আক্কেলপুর,কালাই ও ক্ষেতলাল) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন নৌকা প্রতীকে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। রবিবার রাতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং ৩টি উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রির্টার্নিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারী ফলাফল চিঠিতে এসকল তথ্য জানা গেছে।
এই সকল চিঠিতে দেখা গেছে, জয়পুরহাট-২ আসনে দলীয় ও স্বতন্ত্র মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকা প্রতীকে আ’লীগের আবু সাঈদ আল মাহমুদ স্বপন আক্কেলপুর উপজেলায় ৪৩হাজার৫’শ ৯০, কালাই উপজেলায় ৬১ হাজার ৬’শ ৭ ও ক্ষেতলাল উপজেলায় ৪৫ হাজার ৯’শ ৩১ সর্বমোট ১ লক্ষ ৫১ হাজার ১’শ ২৮ ভোট পেয়ে ১ম অবস্থানে রয়েছেন। কাঁচি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী আক্কেলপুর উপজেলায় ১৪ হাজার ৮’শ ২৬, কালাই উপজেলায় ৯ হাজার ৭’শ ৮১ ও ক্ষেতলাল উপজেলায় ৭ হাজার ৯’শ ৩৪ সর্বমোট ৩২ হাজার ৫’শ ৪১ ভোট পেয়ে ২য় অবস্থানে রয়েছেন। লাঙ্গল প্রতীকে জাতয়ি পার্টির মো. আবু সাইদ নুরুল্লাহ আক্কেলপুর উপজেলায় ৫’শ ৯৬, কালাই উপজেলায় ৯’শ ৪৫ ও ক্ষেতলাল উপজেলায় ৫’শ সর্বমোট ২ হাজার ৪১ ভোট পেয়ে ৩য় অবস্থানে রয়েছেন। ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আতোয়ার রহমান মন্ডল আক্কেলপুর উপজেলায় ২’শ ৫৩, কালাই উপজেলায় ২’শ ৭৫ ও ক্ষেতলাল উপজেলায় ২’শ ৬৭ সর্বমোট ৭’শ ৯৫ ভোট পেয়ে ৪র্থ অবস্থানে রয়েছেন। আম প্রতীকে ন্যাশনাল পিপল্স পার্টির মো.আবু সাঈদ আক্কেলপুর উপজেলায় ৪’শ ১২, কালাই উপজেলায় ১’শ ৮৪ ও ক্ষেতলাল উপজেলায় ১’শ ৫৬ সর্বমোট ৭’শ ৫২ ভোট পেয়ে ৫ম অবস্থানে রয়েছেন। মশাল প্রতীকে জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন আক্কেলপুর উপজেলায় ৩’শ ৩৭, কালাই উপজেলায় ১’শ ২২ ও ক্ষেতলাল উপজেলায় ৭৫ সর্বমোট ৫’শ ৩৪ ভোট পেয়ে ৬ষ্ঠ অবস্থানে রয়েছেন। ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল রাজ্জাক সরদার আক্কেলপুর উপজেলায় ৯৩, কালাই উপজেলায় ২’শ ২১ ও ক্ষেতলাল উপজেলায় ৪৮ সর্বমোট ৩’শ ৬২ ভোট পেয়ে ৭ম অবস্থানে রয়েছেন এবং ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেস পার্টির মো. নয়ন আক্কেলপুর উপজেলায় ৮৮, কালাই উপজেলায় ৬৮ ও ক্ষেতলাল উপজেলায় ৫২ সর্বমোট ২’শ ৮ ভোট পেয়ে ৮ম অবস্থানে রয়েছেন।
জয়পুরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত ওই চিঠিতে দেখা যায়, জয়পুরহাট-২ আসনে ১ম ও ২য় অবস্থানে থাকা প্রার্থীদের মধ্যে ১ লক্ষ ১৮ হাজার ৫’শ ৮৭ টি ভোটের ব্যবধান রয়েছে। ১০৩ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩৫ হাজার ৯’শ ৭২ জন। ভোট দিয়েছেন ১ লক্ষ ৯৪ হাজার ৩’শ ৩৯ জন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ৮৮ হাজার ৩’শ ৬১ টি ও বাতিলকৃত ভোটের সংখ্যা ৫ হাজার ৯’শ ৭৮ টি।