বাবার জন্য ভোট চাচ্ছেন জিল্লুর কন্যা অবন্তী
প্রকাশিত: ৩০-১২-২০২৩ রাত ১০:১৬
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার -৩ আসনে বাবার পক্ষে জনসংযোগ করেন মোহাম্মদ জিল্লুর রহমান এর মেয়ে অবন্তী।বাবার জন্য তিনি নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন।আজ শনিবার (৩০ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার পৌর শহর এলাকা থেকে নির্বাচনী জনসংযোগ শুরু করেন তিনি।
এসময় অবন্তী জানান, আমি বিদেশে থাকি। বাবার নির্বাচনের জন্য দেশে এসেছি।বাবার জন্য ভোট চাইছি। মানুষের উন্নয়ন না হলে দেশ এগিয়ে যেতে পারবে না। আপনারা সবাই আমার বাবাকে নৌকা প্রতীকে ভোট দেবেন এবং বিজয়ী করবেন।
তিনি আরও বলেন, এবারের জাতীয় নির্বাচন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আপনাদের মূল্যবান ভোট পেলেই আমার বাবা বিজয়ী হবেন। আপনাদের কাছে আমার বাবার জন্য ভোট প্রার্থনা করছি।৭ই জানুয়ারি নৌকার বিজয় হলে মৌলভীবাজার রাজনগর-৩ আসনের প্রতি ওয়ার্ড-প্রতিটি গ্রাম রোল মডেল ওয়ার্ড বা রোল মডেল গ্রামে পরিণত হবে। এসময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনী প্রচারের বিষয়ে অবন্তী বলেন, ভালো সাড়া পাচ্ছি। মানুষ বাবাকে অনেক ভালোবাসে, এটা বুঝতে পারছি। বাকিটা সবাই ৭ জানুয়ারি ভোট দিয়ে দেখিয়ে দেবেন জনগন।