আওয়ামী নৈরাজ্য, সন্ত্রাসের প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ মিছিল

news paper

আবিদ হাসান

প্রকাশিত: ২০-৪-২০২৫ বিকাল ৫:৫৪

413Views

রাজধানী মিরপুরে আওয়ামী নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে মিরপুর থানা যুবদলের বিপ্লবী সদস্য সচিব আমিনুর রহমান শান্ত'র নেতৃত্বে বিক্ষোভ মিছিল  অনুষ্ঠিত হয়েছে। 
আজ মিরপুরের বাংলা কলেজের সামনে শুরু হয়ে মিরপুর ১ নম্বর গোল চত্বর হয়ে সনি সিনেমা হল চত্তরে এসে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।
সংক্ষিপ্ত বক্তব্য আমিনুর রহমান শান্ত বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ  সরকারের দোসররা এখনও ঘাপটি মেরে আছে । তাদের নৈরাজ্য থেমে নেই, বিভিন্ন জায়গায়  নৈরাজ্য সন্ত্রাস ঘটিয়ে বিশৃঙ্খলা ছড়াচ্ছে । তাই এখনই প্রতিবাদ  করা দরকার। দেশনায়ক তারেক রহমানের নির্দেশ পালন করতে, নেতা কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান । 

বিক্ষোভ  মিছিলে  আরো উপস্থিত ছিলেন মিরপুর থানার যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল ফয়েজ ইমু,ফেরদৌস বিল্লা বাবু, কামরুল হাসান রাসেল, আবির হোসেন নবীন,আলামিন শরীফ রাজ, যুবনেতা আব্দুর রহমান সিকদার নয়ন শাহআলী থানা, এছাড়াও মিরপুর থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন