সন্দ্বীপে আসছেন চরমোনাই এর পীর আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
প্রকাশিত: ১১-১১-২০২৪ দুপুর ১২:৪৮
পীর সাহেব চরমোনাই এর সন্দ্বীপ শুভাগমন উপলক্ষে সাংবাদিক ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ মুজাহিদ কমিটি সন্দ্বীপ উপজেলা শাখা।তারা জানান আগামী ১৪ নভেস্বর চরমোনাই পীর সাহেব আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পুর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় মাঠের বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সন্দ্বীপ আসছেন।
১০ নভেম্বর বিকেল ৪ টায় খন্তার হাটস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখা কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ভূইয়া, মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাস্টার মাকছুদুর রহমান, মাহফিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মুহিবউল্ল্যাহ, প্রচার সচিব মুফতি শেখ জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাওলানা ইসমাইল, যুগ্ম প্রচার সচিব সচিব মাওলানা আবদুল করিম, মাওলানা মজিবুর রহমান, মাওলানা সানাউল্লাহ, সদস্য মাওলানা মুসলিম উদ্দিন, আরাফাত, জাহেদ মাস্টার শাহীন, কারী জাহেদ, সংবাদকর্মিদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী শামসুল আহসান খোকন, বাদল রায় স্বাধীন, ইলিয়াছ সুমন,রিয়াদুল মামুন সোহাগ, জাহিদুল ইসলাম শিহাব, আবদুল হামিদ, অনলাইন সন্দ্বীপ সংযোগের ফসিউল আলম, স#ন্দ্বীপ টিভির শেখ রুবেল প্রমুখ।
সভায় বাংলাদেশ মুজাহিদ কমিটি সন্দ্বীপ শাখার নেতৃবৃন্দ আরো জানান উক্ত ওয়াজ মাহফিলে বাংলাদেশের আরো ৬ জন বিশিষ্ট ওয়ায়েজ বিশেষ অতিথি হিসাবে ও ২৭ জন আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখবেন।বৃহঃস্পতিবার বাদ জোহর অনুষ্ঠিতব্য এই ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে সভাপতিত্ব করবেন আলহাজ্ব মাওলানা মাহবুব উল্যাহ ও আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ।উক্ত মাহফিলে সকলকে জিকিরের সাথে দলে দলে যোগদানের আহবান জানিয়েছেন।